সাভারে অবৈধ মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ফায়ারকর্মী আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ সাভারের হেমায়েতপুর এলাকায় একটি পোড়া মবিল কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে সাভার ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে হেমায়েতপুরের ঝাদুচর এলাকায় নাসিম মবিল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে হেমায়েতপুর এলাকায় নাসিম মবিল কারখানায় হঠাৎ করেই ধোয়া দেখতে পায় শ্রমিকরা। পরে মুহূর্তের মধ্যেই ওই কারখানার চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে কল্যাণপুর ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জোন চার এর কমান্ডার আনোয়ারুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। Comments SHARES সারাদেশ বিষয়: