জীবননগরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ ঐশ্বর্য সাহা, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানার মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানার পুলিশ।আজ বৃহস্পতিবার ২০বোতল ফেন্সিডিলসহ তাকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। আটককৃত নারী ব্যবসায়ী হচ্ছে যশোর জেলার শংকরপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (৩৪)। থানা সূত্রে জানা যায়, আজ সকালে এস.আই. সাইদুজ্জামান,এ.এস.আই.মিলন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মোছাঃ খাদিজা বেগমকে তল্লাশি করে ২০বোতল ফেন্সিডিল জব্দ করে। জীবননগর থানার সেকেন্ড অফিসার এস.আই. নাহিরুল ইসলাম জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হচ্ছে। Comments SHARES সারাদেশ বিষয়: