লোহাগাড়াবাসীকে গুজবে কান না দিতে নির্দেশ ওসি সাইফুলের

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কল্লা কাটা গুজব ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের মাইকিং শুরু হয়েছে। বর্তমানে সারা দেশে কল্লা কাটা গুজব ছড়িয়ে পড়ার ফলে দেশব্যাপী একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর বলি হিসেবে সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছে বেশ কয়েকজন।

এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে লোহাগাড়া থানা পুলিশ ইতিমধ্যেই গণসংযোগ করছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করাও শুরু হয়েছে।

ইতিমধ্যেই ফেসবুকসহ লোহাগাড়া বাসীকে কল্লা কাটা গুজবে কাউকে উত্তেজিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, যারা গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষকে পিটিয়ে হত্যা করে- এদের কোনো তথ্য পেলে ৯৯৯ অথবা থানার ০১৭৬৯-৬৯৪৫২৬ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

পাশাপাশি লোহাগাড়ার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যেকোনো অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

Comments