দুর্বৃত্তের অস্ত্রের কোপে শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ পঞ্চগড়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার(২৪ জুলাই) রাতে সদর উপজেলার খুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে শিশু সন্তান আফ্রিদি ও আরাফাতকে ঘরে রেখে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রতনা বেগম। এ সুযোগে ঘরে প্রবেশ করে সাত বছরের শিশু আফ্রিদির ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসী। ধারালো অস্ত্রের কোপে তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে সেখানে ছুটে আসেন মা রতনা বেগমসহ প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তারা। পরে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। Comments SHARES সারাদেশ বিষয়: