১২ হাজার টাকায় নাতিকে বিক্রি করলেন রানু বেগম

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

হারানোর নাটক সাজিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে বিক্রির অভিযোগে উঠেছে রানু বেগম (৫২) নামে এক নারীর বিরুদ্ধে। নরসিংদীর পলাশ উপজেলায় ১২ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন তিনি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রানু বেগম সম্পর্কে ওই শিশুর নানি। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রাম থেকে শিশু তাওহিদকে উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তার রানু বেগম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের নান্নু মিয়ার স্ত্রী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, তিন মাস আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের কাছ থেকে তাওহিদকে পালক আনেন নান্নু মিয়ার মেয়ে রোকসানা বেগম। গত ঈদুল ফিতরের ১০ দিন পর রোকসানা তাওহিদকে মা-বাবার (নানা-নানি) কাছে রেখে সাতক্ষীরায় স্বামীর বাড়ি চলে যান। এরপর শিশুটিকে রোকসানার মা-বাবা লালন-পালন করতে থাকেন।

গত রোববার সন্ধ্যায় রোকসানার বাবা নান্নু মিয়া রানু বেগমকে তাওহিদ কোথায় জিজ্ঞাসা করলে তিনি জানান, তাওহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওইদিন রাতেই নান্নু মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রোকসানার মা রানু বেগমকে সন্দেহ হলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর রানু বেগম তাওহিদকে ১২ হাজার টাকায় গাজীপুরের কাপাসিয়ার দক্ষিণগাঁও গ্রামের নিঃসন্তান বাবুল মিয়ার কাছে বিক্রি করে দেয়ার কথা স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

Comments