খুলনা সিটি কর্পোরেশনের ৮৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় নগর ভবনের শহীদ আলতাপ মিলনায়তনে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বাজেট ঘোষনা করেন। কেসিসির অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি শেখ মো: গাউসুল আজম বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাজেটে নতুন করে কোন করারোপ করা হয়নি বলে জানান সিটি মেয়র। মেয়র বলেন, বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং সরকারী বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। বিগত অর্থ বছরে বাজেটের লক্ষমাত্রা ছিলো ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষমাত্রা অজর্জনের হার ছিলো ৪৬.৯০%। Comments SHARES সারাদেশ বিষয়: