রায়পুর ইউপি উপ নির্বাচন দুই প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের প্রচার প্রচারণা প্রায় শেষ প্রান্তে। আর মাত্র একদিন বাকি। প্রার্থীদের এখন দম ফেলার ফুরসত নেই। পাশাপাশি হিসাব-নিকাশে ব্যস্ত ভোটাররাও। এবার নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপির ঘরোনার প্রার্থীর মধ্যে।

এই ইউনিয়নে ভোট ২৫ জুলাই। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন দুজন রায়পুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন (নৌকা) এবং উপজেলা বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক ও স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন (আনারস )।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচন হলেও শুধু দুজন প্রার্থী হওয়ায় নির্বাচনী লড়াইটি এখন পরিণত হয়েছে আওয়ামীলীগ বিএনপিতে। এখনও পর্যন্ত দুজনেই সমান এগিয়ে আছেন। তবে অঞ্চলভিত্তিক ভোট যার বাক্সে বেশি পড়বে জয় তার দিকে ঝুঁকবে।

সরেজমিনে দেখা গেছে, আ’লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠানবৈঠক, গণসংযোগ, পথসভাতে সরব উপস্থিতি রয়েছে তার। থেমে নেই বিএনপি ঘরোনার স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন। তার পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সহ উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ শাহীনের পক্ষে প্রচারণা চালালেও শেষ দিকে এসে কৌশলগত কারণে ভোটের মাঠ থেকে সরে দাড়িয়েছেন।

রায়পুর ইউনিয়নের ভোটার ও সাবেক ইউপি সদস্য আব্দুর খালেক বলেন, এ ইউনিয়নের মানুষের একচেটিয়া ভোট পেয়ে গত ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বপন। এবারও সে রকম কিছু ঘটলে এগিয়ে থাকবেন তিনি। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা নিশ্চিত করে বলা যায়।

এ দিকে রায়পুর ইউনিয়নের আর এক ভোটার মিজানুর রহমান টুনু বলেন, সুষ্ঠভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে আনারসের বিজয় সুনিশ্চিত হবে।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুটি প্রার্থীর প্রচার প্রচারণা জমজমাট হওয়ায় ভোটাররা কোন দিকে ঝুঁকছেন, তা-ই এখন দেখার বিষয়। দুই প্রার্থীই ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন।

আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন বলেন, এই ইউনিয়নে আমি পরপর চার বার জনগনের ভোটে বিজয় লাভ করেছি । এ ছাড়া আমার সার্ধমত এলাকার মানুষের সেবা করেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এ উপজেলার জনসাধারণের খেদমত করেছি। তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমি নির্বাচিত হলে রায়পুরের উন্নয়ন ত্বরান্বিত হবে।’ তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

বিএনপি ঘরোরার স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন বলেন, জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী, নিরপেক্ষ নির্বাচন হলে আনারসের বিজয় সুনিশ্চিত হবে।

প্রসঙ্গত ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রায়পুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৯১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭৫০ জন।

Comments