কোটচাঁদপুরে ‘এডিবির অর্থায়নে’ বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কোটচাঁদপুরে “বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়” স্কুল থেকে ঝরে পড়া রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের আত্বপ্রত্যয় হিসাবে গড়ে তোলার লক্ষে এডিবির অর্থায়নে ৫০ জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্বামী পরিত্যাক্ত দারিদ্য অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত ৬০জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, উপজেলা পলীø উন্নয়ন অফিসার বাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা তথ্য অফিসার তানিয়া সুলতানা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মীসহ সুবিধাভোগী কিশোরী ও নারী এবং অবিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় সুবিধাভোগী কিশোরী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জোসনা খাতুন নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

Comments