বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূতি অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূতি অনুষ্ঠান উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কির্তন অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত পাঠ করেন সুনিল চক্রবর্তী এবং লীলা কির্তন পরিবেশন করেন জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুরের সুজন কুমার গোস্বামী। মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার ও সাধারন সম্পাদক পিযুষ কর জানান, প্রতি সপ্তাহে সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। বছর শেষে শ্রাবন মাসের ৫ তারিখে আমরা শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূতি অনুষ্ঠান করে থাকি। এতে হাজার হাজার ভক্তরা সমবেত হয়ে শ্রীমদ্ভাগবত পাঠ ও লীলা কির্তন উপভোগ করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। Comments SHARES সারাদেশ বিষয়: