খুলনায় মাদক কারবারীর পাকস্থলী থেকে ৭১৫০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় দুই মাদক কারবারীর পাকস্থলী থেকে ৭১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে রূপসা ব্রীজের পশ্চিম পাশে খুলনাগামী ডিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করে লবণচরা থানা পুলিশ।

আটককৃত আসামী শাহজাহান জোমাদ্দার (৩৫) মাগুরা জেলার সদর থানাধীন ভাঙ্গুড়া এলাকার মৃত রশিদ জোমাদ্দারের ছেলে। অপর আসামী লড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের মৃত হাবি মিনার ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম রূপসা ব্রিজের নিকটে খুলনাগামী ডিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে সন্দেহ জনক দুই ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের প্রত্যেকের পেটের ভিতর ৭২ টি করে টেপে জড়ানো ক্যাপসুল (যার প্রতিটির ভিতরে ৫০ পিস করে ইয়াবা ট্যাবলেট) আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে থানায় এনে বিশেষ পদ্ধতিতে মল ত্যাগ করালে ১৪৩ টি ক্যাপসুল বের করে সর্বমোট ৭১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments