বাঘারপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার হস্তক্ষেপে অবৈধ নেটপাটা উচ্ছেদ-অগ্নিসংযোগ ও দখলমুক্ত হলো উপজেলার চিত্রা নদী। সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনভর অভিযান চালিয়ে নদীর প্রায় ৩৫ টি স্থানের পাটা ও জাল উচ্ছেদ করে তা ভস্মীভূত করা হয়। জানা গেছে, এলাকাার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা চিত্রা নদীতে ইচ্ছেমতো নেট পাটা, ভেষাল, মাছ মারার বিভিন্ন সামগ্রীসহ পাড় বেধে পুকুর বানিয়ে অবৈধভাবে মাছ চাষ করে আসছিল। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন এসব পাটা ও পাড় উচ্ছেদের অভিযান চালালেও অজ্ঞাত কারণে তা অসম্পন্ন থেকে যায়। এদিকে চিত্রা নদীতে অবৈধভাবে নেট পাটা স্থাপন করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধি-৩ ধারায় উপজেলার মহিরণ এলাকার দুই ব্যক্তিকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। গত বছর মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী দখলমুক্ত করা হলেও ৫/৬ মাসের মধ্যে নদীতে প্রভাবশালীরা আবারও প‚র্বের ন্যায় পাটা ও নেট দিয়ে বেদখল করে মাছ চাষ করে আসছিল। তারই ধারাবাহিকতায় আবারও উপজেলার জলেশ্বর বিল থেকে শুরু করে চিত্রা নদীর বিভিন্ন স্থানের পাটা ও জাল উচ্ছেদ করে তা ভষ্মীভ‚ত করে দখলমুক্ত করা হয়। এদিকে, নদী ফের দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। Comments SHARES সারাদেশ বিষয়: