রিফাত হত্যায় রিশানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

বরগুনায় নৃশংসভাবে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি রিশান ফরাজী। সোমবার, বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিশান ফরাজি।

এর আগে, রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার সকালে, রিশানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন বৃহস্পতিবার রিশানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে সে কথা জানানো হয়নি। রিশান এই হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। রিফাত-রিশান দুই ভাই বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে রিফাত-রিশান ফরাজী এ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওয়ফে নয়ন বন্ডের সহযোগী। রিফাত ফরাজী ও রিশান ফরাজী পুলিশের কাছে গ্রেপ্তার হলেও নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এদিকে, রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারে আদালতে তলব ও হাসপাতালে নিয়ে চিকিৎসার আবেদন নাকচ করে দিয়েছে আদালত। সোমবার দুপুর ১২টার দিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলামের আদালত আবেদন দু’টি নামঞ্জুর করেন। মিন্নির পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম। এতে মিন্নি অসুস্থ উল্লেখ করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২৬শে জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে, রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে বরগুনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলায় অংশ নেয়া সবাইকে চিনতে না পারলেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও রিশান ফরাজীকে চিনতে পারেন বলে জানান।

Comments