কমলনগরে কৃষক ইসমাঈলের ৪টি গরু চুরি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকের প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু চুরি হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কৃষক ইসমাইলের বাড়ি থেকে এ সব গরু চুরি হয়।

চুরি যাওয়া গরুর মালিক মো. ইসমাইল জানান, দীর্ঘদিন থেকে চারটি গরু লালন-পালন করে বড় করছেন কোরবানে বিক্রি করার জন্য। রোববার রাত আনুমানিক তিনটার দিকে চোরের দল গোয়ালঘরে ঢুকে তার সব গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কমলনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, চুরির বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments