বেশি দামে সিগারেট বিক্রি করায় দোকানদার আটক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে এক দোকান মালিককে আটক করেছে পুলিশ। আটককৃত সোহেল নতুন হাট মোড়ের দুলাল শাহর ছেলে এবং জননী স্টোরের মালিক।

পুলিশ জানায়, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর ডারবি সিগারেটের নির্ধারিত মূল্য প্রতি শলাকা ৪ টাকার পরিবর্তে ৫ টাকা ও স্টার সিগারেট প্রতি শলাকা ৬ টাকার পরিবর্তে ৭ টাকায় বিক্রি করছিলেন সোহেল।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে তাকে দোকান থেকে আটক করা হয়েছে।

ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর পাবনার ঈশ্বরদী প্রতিনিধি এ বিষয়ে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সিগারেট বিক্রি করেন, এব্যাপারে সতর্ক দৃষ্টি রয়েছে কোম্পানীর।

Comments