ধামরাইয়ে ২ যুবককে পিটিয়ে হত্যা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯ ঢাকার ধামরাইয়ে পৃথক ঘটনায় দুজন যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম ও আটি মাইটার এলাকায় এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন-উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল কালাম আজাদ ও আটি মাইটার এলাকার অজ্ঞাত এক যুবক (৩০)। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কৃষ্ণনগর গ্রামে আবুল কালাম আজাদকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। অন্যদিকে সকালে আটি মাইটান এলাকায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে ফরিঙ্গা এলাকায় এক কলেজছাত্রী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে-বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় ধামরাই থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। Comments SHARES সারাদেশ বিষয়: