ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য মেলা পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯ ভৈরব প্রতিনিধি: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ও মৎস্য মেলা ২০১৯ । এ উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী হাতে নিয়েছে। ২১ জুলাই রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর হতে মৎস্য দপ্তর একটি র্যালি বের করে। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ শ্লোগানে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে মৎস্য মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল- মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে নানা জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।পরে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নিয়ে উপজেলা হলরুমে মৎস্য বিষয়ক বির্তক প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। মৎস্য মেলায় মাছের ২৬ টি স্টল ও ছোট বড় প্রায় শতাধিক মৎস্যজীবি মাছ নিয়ে এই মেলায় অংশ নেন। Comments SHARES সারাদেশ বিষয়: