রামপালে নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বায়ক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

অমিত পাল, রামপাল (বাগেরহাট ) প্রতিনিধি ॥ বাগেরহাটের নির্মানাধীন রামপাল খানজাহান আলী বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বায়ক মোঃ আবুল কালাম।

শুক্রবার সকাল ১১টায় ফয়লাহাট এলাকায় অবস্থিত খানজাহান আলী বিমানবন্দরে তাকে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আঃ খালেক তাকে বিমানবন্দর ঘুরে দেখান এবং কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বিমানবন্দর নির্মান হলে এই এলাকার বানিজ্যিক উন্নয়ন সহ মংলা বন্দরের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আসবে। আমাদের কার্যক্রম সমূহ চলমান আছে এবং অচিরেই এই বিমানবন্দর বাস্তবায়িত হবে।

বিমানবন্দরে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি প্রক্রিয়াধীন আছে। রামপাল মোংলা অর্থনৈতিক জোনে রুপ নিবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ,রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি লুৎফর রহমান, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান,বেসরকারী বিমান চলাচল কতৃপক্ষের কর্মকর্তাবৃন্দ,এলাকাবাসী ও রামপাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Comments