ব্যাংকারস্ এসোসিয়েশন অব ভৈরবের সভাপতি হলেন মুন্না, সাধারণ সম্পাদক সালাম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ২০ জুলাই শনিবার দিনব্যাপী ব্যাংকারস্এ সোসিয়েশন অব ভৈরব দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ব্যাংকারস্এ সোসিয়েশনের বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ২ বছরের জন্য ব্যাংকারস্ এসোসিয়েশন অব ভৈরব নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে বর্তমান সভাপতি মো. মনিরুজ্জামান মুন্নাকে পুনরায় সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ভৈরব বাজার ভেনিস বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকারস্ এসোসিয়েশনের সভাপতি ডাচ্ বাংলা ব্যাংক ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মুন্নার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, আইসিবি এজিএম মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আল আরাফা ইসলামী ব্যাংক ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রধান কার্যালয় মো. ওমর ফারুক রাসেল, জনতা ব্যাংক ভৈরব বাজার শাখার সিনিয়র অফিসার আব্দুস সালাম, কৃষি ব্যাংক ভৈরব বাজার শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্যাংকারস্ এসোসিয়েশন অব ভৈরব এর প্রধান লক্ষ্য হলো ভৈরবের সার্বিক উন্নয়নে অংশিদার হওয়া। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, ব্যাংকে চাকুরী ক্ষেত্রে সহযোগিতা করা। এছাড়াও তারা আরো বলেন, ব্যাংকারস্ এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। আমাদের লক্ষ্য হবে ভৈরবে শহর গ্রামে ছেলে-মেয়েদের লেখা পড়ায় মনযোগী করে তোলা। একা কেউ সমাজের উন্নয়ন করতে পারে না। তখন প্রয়োজন হয় ঐক্যবদ্ধ হওয়ার। চাই একটি সামাজিক সংগঠন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, কৃষি ব্যাংক ভৈরব শাখার প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, সিটি ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাজহারুল ইসলাম সুজন ও এফএসআইবিএল ব্যাংকের সিনিয়র অফিসার মো. আল আমিন। দিনব্যাপী অনুষ্ঠানে অতিথিদের পরিচিতি, ফুলেল শুভেচ্ছা, সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ ও প্রীতিভোজ ও সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে Comments SHARES সারাদেশ বিষয়: