পটুয়াখালীতে আ. লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯ কাউসার আহমেদ, স্টাফ রিপোর্টার: পটুয়াখালী প্রেসক্লাবে জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুসারে বিগত পৌরসভা ও বিভিন্ন উপজেলা নির্বাচনে বিদ্রোহী ৯ জন প্রার্থীকে দল থেকে বহিষ্কার ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। তার ঘোষনাকৃত বহিষ্কাকৃতরা হলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা), জেলা আওয়ালীগের সদস্য মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার, জেলা আওয়ামীলীগের সদস্য বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জনিয়ার মজিবুর রহমান, জেলা আওয়ালীগের সদস্য দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড.শওকত হোসেন। এছাড়াও পৌর আওয়ামীলীগের সদস্য ও পটুয়াখালী জেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, দশমিনা উপজেলা আওলীগের সহ-সভাপতি আবুল বশার ডাবলু, ত্রান ও সমাজকল্যান সম্পাদক হাজী আবু বকর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আরিফ বিন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মহিববুর রহমান মহিব এমপি, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক পটুয়াখালী পৌরসভা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, কোষাধক্ষ্য মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এড.মোঃ হারুন অর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লেলিন, আরো উপস্তিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। Comments SHARES সারাদেশ বিষয়: