মোংলা ঘষিয়াখালী চ্যানেল থেকে অবৈধ জাল উদ্ধার করে বিনষ্ট

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের মংলা ঘষিয়াখালী চ্যানেলথেকে অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল এর নির্দেশনায় উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ অভিযান পরিচালনা করেন।

এ সময় সিকিরডাঙ্গা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন ঘষিয়াখালী চ্যানেল এলাকা থেকে ৬০০মিটার নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। এই জালের পেছনের অংশে নেট জাল জুড়ে দিয়ে মাছের পোনা আহরন করা হতো।

পরে উদ্ধারকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। বিনষ্টকৃত জালের আনুমানিক মূল্য ২লক্ষ ৪০হাজার টাকা।

Comments