‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ হিন্দুদের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামের বেশ কিছু স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রসাদ বিতরণ করেছে। এর প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার জুমার পরে চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মু. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শাখা সভাপতি রিদওয়ানুল হক শামসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ।

উদ্বোধনী বক্তব্যে রিদওয়ানুল হক শামসী বলেন, হিন্দু-মুসলিম পাশাপাশি বসবাসের ঐতিহ্য এদেশে হাজার বছরের; কিন্তু এ উগ্রবাদী সংগঠন সাম্রাজ্যবাদীদের সহায়তায় এ শান্তিপ্রিয় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুল ইসলাম রিয়াদ বলেন, আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যের মদদে লালিত-পালিত এ ইসকন এদেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা মুসলিম শিশুদের মুখে দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ খাইয়ে হরে রাম হরে কৃষ্ণ বলা চরম ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইতোপূর্বেও এ সংগঠন বিভিন্ন কুকীর্তির মাধ্যমে বারবার সমালোচিত হয়েছে। আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি ইসকনের হর্তাকর্তাদের হুশিয়ার করে বলেন, আপনাদের প্রতি আমাদের করুণাকে দূর্বলতা ভাববেন না। যদি আর একটিবার বাড়াবাড়ি করেন তবে ওই কালো হাত ভেঙে দেয়া হবে, বিষদাঁত ফেলা দেয়া হবে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহাম্মদ রেজাউল করিম রেজা, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

Comments