ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

সম্প্রতি ‘ফুড ফর লাইফ’ কর্মসূচির আড়ালে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠ ও ‘প্রসাদ’ খাওয়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস’ (ইসকন) সেবার আড়ালে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। বাংলাদেশে অবিলম্বে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং প্রসাদকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ। এখানে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় রীতি পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু লোভ বা ভয় দেখিয়ে অন্য ধর্মীয় রীতি কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিবে, তা এদেশের মুসলমানেরা কোনভাবেই মেনে নিবেনা।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভারতে মুসলমানরা যখন একের পর এক উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার জিঘাংসার শিকার হচ্ছে, তখন এদেশে ইসকনের উগ্র সাম্প্রদায়িক কর্মকান্ড দাঙ্গা সৃষ্টির গভীর ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।

ভারতে মুসলিম নিধনের কথা উল্লেখ করে তিনি বলেন, পাশ্ববর্তী দেশের মুসলিম ভাইদের দুর্দিনে আমরা নিশ্চুপ থাকতে পারিনা। তিনি ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ৩০ জুলাই, মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় দুতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার জন্য নগর উত্তরের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। এতে মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments