সাতকানিয়ায় বন্যার্তদের পাশে শহিদ গোলাম হোসেন ফাউন্ডেশন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯ আরিফুল ইসলাম রিফাতঃ চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সপ্তাহ ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি আরম্ভ করেছেন শহিদ গোলাম হোসেন ফাউন্ডেশন। কর্মসূচির ২য় দিনে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলার পুরানঘড় বাজালিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু ছালেহ।ত্রাণসামগ্রীর মধ্যে চাল,ডাল,পিয়াজ আলুসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম সিকদার উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউল করিম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নাজিম উদ্দিন,স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: