বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ রুবেল সরদার, বাবুগঞ্জঃ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক এর সৌজন্যে ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাকটিভিটি এর সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বরের প্রধান প্রধfন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। এসময় প্রধান অতিথি ফারজানা বিনতে ওহাব বলেন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে জেলেদের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন। জেলেদেরকে জাটকা ধরা ও অবৈধ্য কারেন্টজাল ব্যবহার থেকে বিরত থাকতে বলেন। এ সময় অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকতা মরিয়ম আক্তার, বাবুগঞ্জ অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা সরকার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহামুদ, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, সফল মৎস্য চাষি তৃষ্ণ রাণী প্রমূখ। বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক সাহাব উদ্দীন বাচ্চু, রুবেল সরদার, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: