বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এ দিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা জাহিদুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কর্মকর্তরা। Comments SHARES সারাদেশ বিষয়: