‘বর্তমান সরকারের বাস্তবধর্মী পদক্ষেপের জন্য বাংলাদেশ মাছ চাষে সফল’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ অমিত পাল, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বর্তমান সরকারের বাস্তবধর্মী পদক্ষেপের জন্য আজ বাংলাদেশ মাছ চাষে ব্যপক সফলতা অর্জন করেছে । বর্তমানে সরকারের বহুমুখী পদক্ষেপের জন্য ইলিশের উৎপাদন বহুগুনে বেড়ে গেছে এবং ইলিশের দাম এখন সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রামপাল অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মিষ্টি পানির মাছ চাষে বাংলাদেশে যে ব্যাপক সফালতা এসেছে, অচিরেই বাগদা চিংড়ির পাশাপাশি মিষ্টি পানির মাছও এদেশে রপ্তানী আয়ে ব্যাপক ভূমিকা রাখবে। এর আগে তিনি রামপাল উপজেলা মৎস্য অফিস কতৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর র্যালিতে অংশ গ্রহন করেন এবং র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। একইদিন সকাল ৯টায় রামপাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা কৃষি অফিস আয়োজিত ফলদ বৃক্ষ মেলা-২০১৯ এর র্যালিতে অংশ গ্রহন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাগেরহাট এর উপপরিচালক মোঃ আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, ভাইচ চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদার , সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, মৎস্য চাষীবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: