লক্ষ্মীপুরে সবুজ বাংলাদেশ এর মাদকবিরোধী র্যালী ও আলোচনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর: অদ্য ২৬ শে জুন,জাতিয় মাদকবিরোধী দিবস। সেচ্ছাসেবী সংগঠন সবুজ দুপুর তিনটায় মাদকবিরোধী র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এসে র্যালীটি শেষ হয়।পরে সংগঠনের অফিস কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ও বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহাজান কামাল। এবং আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি একেএম মাহবুবুর রশীদ চৌধুরী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু,কমলনগর শাখার সভাপতি ফখরুল ইসলাম,সদর সভাপতি কাজী ওসমান মোরশেদ,সদর সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার কনকসহ প্রমুখ। উক্ত আলোচনা সভায় সদস্যরা মাদক বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তারা সে প্রশ্নগুলোর উত্তর দেন।এবং বক্তারা বললেন মাদকবিরোধী যুদ্ধে সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগীতা পেলে দেশটাকে মাদকমুক্ত করা যাবে। Comments SHARES সারাদেশ বিষয়: