বাঘারপাড়া সাবেক যুবলীগ নেতা সোহেল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কৃতি ফুটবলার সোহেল রানার (৩৭) আজ ২য় মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৭ সালের ১৭ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাঘারপাড়ার প্রিয়মুখ সোহেল রানার ২য় মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে বাঘারপাড়ার বিভিন্ন সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্খিদেরও সোহেল রানার রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সাথে আজ (বুধবার) বিকেলে বাঘারপাড়া উপজেলা গেটে সোহেল রানার সহকর্মীদের আহবানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেয়ার অনুরোধ করেন মরহুমের সহোদর জুয়েল রানা। উল্লেখ্য প্রয়াত সোহেল রানা এ উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জমির উদ্দিনের ছোট ছেলে। Comments SHARES সারাদেশ বিষয়: