সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবন্ধিকে হুইল চেয়ার দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার (১৬জুলাই) দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

সড়ক দুর্ঘটনায় একখানা পা হারিয়ে প্রতিবন্ধী হয়েছে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের আয়ুব আলী। তিন সন্তানের জনক শ্রমজীবি আয়ুব আলী পা হারিয়ে দীর্ঘদিন অসহায় হয়ে বাড়িতে মানবেতর জীবন যাপন করে আসছিল। সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে।

ঠিক এমনই সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্দ্যগে ও উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা কার্ড ও চলার জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের আঞ্জিরা খানম, মগবুল হোসেন, উত্তর কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সাজেদুল হক সাজু, পারভেজ হোসেন ক্যাপ্টেন, শেখ আতিকুর রহমান, সাংবাদিক শিমুল হোসেন, মৌতলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল প্রমুখ।

Comments