সাতকানিয়ায় বন্যাদূর্গত এলাকায় এমপি নদভীর ত্রাণ বিতরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯ আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে।এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে এই উপজেলার লাখো মানুষ।বন্যার পানি ঢুকে পড়েছে বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে।এতে করে সেখানকার জনজীবন হয়ে উঠেছে দূর্বিষহ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্টানগুলো। কাজে যেতে পারছেন না শ্রমজীবি মানুষ। প্রায় জায়গায় চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। আর মঙ্গলবার (১৬ জুলাই) এসব বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। এ সময় উপজেলার ব্যাপক ক্ষতিগ্রস্ত চরতি ইউনিয়নের মধ্যম চরতি, দ্বীপ চরতি, ব্রাহ্মণডাঙ্গা, তুলাতলী ঘাটগড়সহ বিভিন্ন স্থানে বন্যা দূর্গতদের মাঝে দিনব্যাপী ত্রাণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্থানের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ বিতরন করা হবে। ত্রাণ বিতরণ কালে সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান লায়ন ওসসান গণি চৌধুরী, ম্যানেজার আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেছ মোহাম্মদ, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদত হোসাইন শাহেদ, সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম এর সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জানে আলম, কামাল উদ্দিন, আলহাজ্ব নুর মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আশিক, চরতি ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম, উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ চৌধুরী, চরতি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, আমিলাইশ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এইচ এম হারুন, উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন শাহ ইমন, দেলোয়ার হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিছ, নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নি, নাছরিন আক্তার প্রমুখ। Comments SHARES সারাদেশ বিষয়: