রংপুরেই দাফন করা হবে এরশাদকে

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেন তিনি।

মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

এদিকে, কবর ইস্যুতে উত্তেজনার মাঝেই রংপুর ঈদগাহ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে। এরশাদের জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে মরদেহবাহী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে পৌঁছায়। পরে সেখান থেকে দুপুর ১টার দিকে রংপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে মরদেহ নেয়া হয়। সেখানে একে একে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা জানান।

গত রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

Comments