এরশাদের মরদেহ রংপুরে, জানাজায় শরিক হতে মানুষের ঢল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুরের কালেক্টরেট মাঠে আনা হয়েছে। রংপুর ক্যান্টনমেন্ট থেকে মরদেহবাহী গাড়ি কালেক্টরেট মাঠে পৌঁছায় আজ বেলা ১২টা ১৫ মিনিটে। এর আগে তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এরশাদের কফিনবাহী হেলিকপ্টারটি। বেলা ১১টা ৫০ মিনিটে সেটি রংপুর ক্যান্টনমেন্টে পৌছে। ক্যান্টনমেন্ট থেকে চতুর্থ জানাজার জন্য লাশ আনা হয় কালেক্টরেট মাঠে। এখানেই জোহরের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জানাজার সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন জানাজায় শরিক হতে ঈদগাহ মাঠে আসতে শুরু করেছে। এরশাদের জানাজাকে কেন্দ্র করে রংপুর ও আশপাশের জেলাগুলোতে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ জানান, জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এরশাদের জানাজা উপলক্ষে ব্যাপক লোক সমাগম হবে এটাই স্বাভাবিক। বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যা করা দরকার তাই করা হবে। তবে জানাজা যাতে সুশৃঙ্খলভাবে শেষ হয় এবং শান্তিপূর্ণভাবে সবাই চলে যেতে পারে সে জন্য পুলিশ মোতায়েন থাকবে। Comments SHARES জাতীয় বিষয়: