‘ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও আতঙ্কিত হওয়ার মতো নয়’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ ডেঙ্গুর প্রকোপ বিগত বছরের তুলনায় সামান্য বেশি হলেও তা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সোমবার (১৫ জুলাই) সকালে নগরভবনে ডিএসসিসি’র ৫টি অঞ্চলের ভ্রাম্যমান স্বাস্থ্যসেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া চলতি মাসেই প্রতিটি বাসায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যাবে বলেও জানান মেয়র। মেয়র বলেন, ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বিগত দুই তিন বছরের তুলনায় বেশি আছে। তবে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। ১ জুলাই থেকে আমাদের বিশেষ কর্মসূচি চালু রয়েছে। Comments SHARES জাতীয় বিষয়: