রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতার ১৩ অভিযুক্ত আদালতে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ বরগুনা সদরে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত ও সন্দেহভাজন গ্রেফতার সব অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকালে মামলার দিন ধার্য থাকায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন। আদালতের কার্যক্রম শেষ হলে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে এবং যারা রিমান্ডে ছিলেন তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী ৩১ জুলাই এ মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে বলেও জানান তিনি। আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া রিফাত হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জনের মধ্যে ৯ জন রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও ৪ জন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রিফাতকে। এ সময় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি রিফাতকে বাঁচাতে শত চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিকালে চিকিৎসাধীন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান রিফাত। এ ঘটনায় পর মামলা করেন রিফাতের বাবা। Comments SHARES সারাদেশ বিষয়: রিফাত হত্যাকাণ্ড