সংসদে এরশাদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজার নামাজ জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল পরে ১০টা ৫০ এর দিকে সংসদে তার জানাযা হয়। প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাজার নামাজ আদায় করা হয়। রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই জানাজায় অংশ নেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে এরশাদের মরদেহ নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেয় লাশবাহী অ্যাম্বুলেন্স। আজ আছরের পরে বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ আবারও সিএমএইচের হিমঘরে রাখা হবে।

গতকাল রোববার জোহরের পরে ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তার মরদেহ সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেয়া হয়। তারপর সিএমএইচের হিমঘরে রাখা হয় তাকে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে জোহরের পরে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।

Comments