কুশিয়ারার বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ মৌলভিবাজারে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। রোববার (১৪ জুলাই) দুপুরে কুশিয়ারা নদীর পানির তোড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের হামরকোনায় সাড়ে তিনশ ফুট ভাঙনের কবলে পড়ে। এর পরপরই বাঁধের আরো দুটি স্থানে ভাঙন দেয়। এতে সদর উপজেলার খলিলপুর, মনুরমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের ২৫টি গ্রামে পানি ঢুকে পড়ে। পানিবন্দি হয়ে পড়েন প্রায় ২০ হাজার মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। Comments SHARES সারাদেশ বিষয়: