লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড!

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর : দীর্ঘদিন ধরে ডাক্তারি সনদ ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে এম. এ. নাঈম নামে এক ভূয়া ডাক্তারকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার জকসিন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: খবিরুল আহসান।

এর আগে বিকেলে জকসিন বাজার এলাকায় মেসার্স কাজী ফার্মা’ নিজ চেম্বারে রোগী দেখার সময় হাতে নাতে আটক করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নাঈম ডাক্তারি সনদ ছাড়া রোগিদের বোকা বানিয়ে জকসিন এলাকায় চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এক পর্যায়ে নিজ চেম্বারের রোগীদের চিকিৎসা দেওয়া অবস্থায় তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অসংখ্যা সিল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারি ব্যবস্থাপত্র উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: খবিুরুল আহসান বলেন, আটকের পর এম. এ. নাঈম এর বিরুদ্ধে ভুয়া রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়া বিভিন্ন রোগের চিকিৎসা প্রদানের অভিযোগের সত্যতা পাওয় যায়। তাই ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রতারকদের ধরতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Comments