সামরিক কবরস্থানে সাবেক রাষ্ট্রপতির দাফন

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ৮০’র দশকের ক্ষমতাধর রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থেকে মারা যান সাবেক এই রাষ্ট্রপতি।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধান হুসেইন মুহম্মদ এরশাদকে রাজধানী ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি সাংবাদিকদের ব্রিফিং এ নিশ্চিত করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

এছাড়া এরশাদের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন

Comments