ইসলাম ও দেশের কল্যাণে গঠনমূলক ভূমিকা রেখেছিলেন এরশাদ: চরমোনাই পীর

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালীন সময় ইসলাম ও দেশের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

শোকবার্তায় চরমোনাই পীর বলেন, মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালীন সময় ইসলাম ও দেশের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিলাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পৃথক এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Comments