বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ এরশাদের প্রথম নামাজে জানাজা আজ জোহরের পরে সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে এরশাদের মরদেহ আগামীকাল রংপুরে নেয়া হবে। সেখান থেকে এনে ঢাকায় সামরিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এর আগে আজ সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

 

Comments