যেসব কারণে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আসছেন আজ

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।

সফরসূচি অনুযায়ী, আজ (১৩ জুলাই) বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

রোববার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোজসভায় যোগ দেবেন তিনি। রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন।

সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষে সোমবার সন্ধ্যায় ফিরে যাবেন লি নাক-ইয়ন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

Comments