লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাস্তায় ধান রোপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর চন্দ্রগণ্জ ১৪ নং মান্দারী ইউনিয়ানের ৮ নং ওয়াড গন্ধব্যপুর খামার বাড়ী সংলগ্ন এই রাস্তায় এই বর্ষার মৌসুমে ২ কি. মি. রাস্তায় কাঁদা মাটি পেলে মানুষকে ভোগান্তিতে পেলেদিয়েছে, দুই তিনটা ইউনিয়নে জুড়ে একটি মাএ বাজার গন্ধব্যপুর, এই এলাকার মানুষ এই গন্ধব্যপুর বাজার থেকে তার প্রয়োজনীয় বাজার করে থাকে প্রতিদিন। কিন্তু এখন রাস্তায় প্রচুর কাঁদা মাটি থাকার কারণে মানুষ প্রতিদিন বাজার করতে অনেক কষ্ট করে অাসা যাওয়া করে। এলাকার মানুষ থেকে অামারা জানতে পারি যে ১৪ নং মান্দারী ইউনিয়ান পরিষদের ৮নং ওয়াডের ইউপি সদস্য মোঃ মোরশেদ অালম, এই রাস্তায় এই বর্ষার মৌসুমে কাঁদা মাটি পেলে মানুষের ভোগান্তি সৃষ্টি করেছেন। এলাকার মানুষের বক্তব্য অামাদের ডিজিটাল বাংলাদেশে, বাংলাদেশ প্রতিদিন উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে লক্ষ্মীপুর ও অামাদের অাসে পাশের গ্রাম ও গ্রামের রাস্তাগুলা, অার অামাদের রাস্তাগুলা দিন দিন ক্ষেতে রূপান্তরিত হচ্ছে তাই অামারা রাস্তায় ধান গাছ রুোপন করেছি। Comments SHARES সারাদেশ বিষয়: