ঝিনাইদহে ‘গোলাগুলি’র পর পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সাথে গোলাগুলির পর রুবেল হোসেন মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। ৬ মামলার আসামী রুবেল উদয়পুর গ্রামের ছমির উদ্দীন মন্ডলের ছেলে। তিনি আরাপপুর রাবেয়া হাসপাতালে চাকরীও করতেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মাদকের একটি বড় চালান নিয়ে রুবেল উদয়পুর এলাকা দিয়ে শহরে প্রবেশ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিদ্ধ হয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ওসি আরো জানান, ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন উপলায় রুবেলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। সে পুলিশের তালিকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল। গুলিবিদ্ধ রুবেলকে বৃহস্পতিবার দুইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। Comments SHARES সারাদেশ বিষয়: