বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের নতুন ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা পরিপাটি হয়ে কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে। পাশাপাশি আসে প্রাক্তন শিক্ষার্থীরাও। নবীন- প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ। পরে অতিথিগন একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শুধু ভাল ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সব সময় বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কখনও ছোট করে দেখা যাবে না। সর্বদা ইতিবাচক স্বপ্ন দেখতে হবে। আরোও বলেন, মেয়েরা আগামি ভবিষ্যতের চালিকা শক্তি। ভালো লেখাপড়া করে ভালো জ্ঞান অর্জন করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মা বাবাকে ভক্তি করে কাজ করতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত, অসাপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস উপহার দেওয়ার আশ্বাস দেন।

আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের সভাপতি তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ওলিয়ার রহমান প্রমুখ।

Comments