বিএসএফের নির্যাতন, ঠাকুরগাঁওয়ে এক রাখালকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি রাখালের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত থেকে ওই যুবককে উদ্ধারের পর তার মৃত্যু হয় বলে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান।

নিহত মো. কামাল (৩২) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের হাকিম উদ্দীনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, বৃহস্পতিবার রাতে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ নম্বর সীমানা পিলার এলাকার শূন্যরেখায় গরু আনতে যায় একদল বাংলাদেশি রাখাল ।

এ সময় ভারতের বিএসএফের নারগাঁও ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। বাকিরা পালাতে পারলেও কামাল বিএসএফের হাতে ধরা পরেন।

কিছুক্ষণ পর বিএসএফের সদস্যরা কামালকে মারধর করে সীমান্তে ফেলে যায়। পরে কামালের সঙ্গীরা তাকে সেখান থেকে তুলে আনে। পথে তার মৃত্যু হলে তারা লাশ কামালের বাড়িতে রেখে যায় বলে জানান হামিদ।

ইউপি চেয়ারম্যান বলেন, “আমি কামালের লাশ দেখেছি। তার মাথা, পিঠ, হাত, পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রচণ্ড মারধরের কারণে কামালের মৃত্যু হয়েছে।”

হরিপুর থানার ওসি মো.আমিরুজ্জামান বলেন, কামাল বিএসএফের হাতে মারধরের শিকার হয়েছেন বলে তারা শুনছেন। সুরতহালে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল এসএম সামিউন নবী বলেন, সীমান্তে কামাল নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তবে সে কিভাবে সে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তিকে মারধরের বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ ।

এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা জানান।

Comments