৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো খালেদ’

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

অস্ত্র, মাদক এবং মানি লন্ডারিং আইনের মামলায় গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ দিন দুপুরে গুলশান থানায় অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ।

এ দিকে গতকাল সন্ধ্যায় গুলশানে নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে খালেদকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

খালেদকে জিজ্ঞাসাবাদের বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম গণমাধ্যমকে বলেন, তাকে আমরা অল্প সময়ে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে তদন্ত করার স্বার্থে সেগুলো এখনই পাবলিশ করা যাবে না। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। রাজধানীতে অবৈধভাবে কোনো ক্যাসিনো থাকতে দেবে না র‍্যাব।

উল্লেখ্য, গতকাল রাজধানীর ফকিরাপুল এলাকার ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াসহ অন্তত ১৪২ জনকে আটক করে র‍্যাব।

Comments