গোবিন্দগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে ফলদ বৃক্ষ মেলা ২০১৯ইং উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে বর্নাঢ্য র‌্যালী শেষে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা কৃষিকর্মকর্তা খালেদুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী ফলদ ও বনজ বৃক্ষ মেলা কৃষকসহ আপামর জনসাধারনকে উৎসাহ ও উদ্দীপনা যোগাতে অনুষ্ঠিত হয়ে থাকে। কাজেই প্রতিদিন কিছু না কিছু যে কোন ধরনের ফল খেতে হবে আর এজন্য বাড়িতে যে কোন ফলের গাছ থাকা প্রয়োজন।

তিনি উপস্থিত সকল সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের পাশাপাশি ৩টি করে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারাা সংগ্রহ করে রোপণ করার জন্য আহ্বান জানান।

Comments