রামপালে বৃদ্ধকে মারপিটের অভিযোগ মিথ্যা দাবী করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

রামপাল(বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের রামপালে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে আরব আলী ঢালী (৬০) নামে এক বৃদ্ধকে মারপিট করার অভিযোগ সম্প‚র্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

চেয়ারম্যান গিয়াস উদ্দিন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, গৌরম্ভা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আরব আলী ঢালী ও তার দুই ছেলে আমির ঢালী এবং শফিকুল ঢালীর সাথে ওমর ঢালীর দুই ছেলে মুকুল ঢালী ও শফিকুল ঢালীর মধ্য জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমি নিজে আমিন নিয়ে তাদের জমিতে যাই এবং উভয় পক্ষকে ডেকে শান্তিতে সমঝোতা করে দিয়ে বসবাস করতে বলি। তারা আমার কথা না শুনে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের পর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে সাথে নিয়ে আবারও সরেজমিনে গিয়ে তাদের মধ্য সমঝোতা করে দেয়। কিন্তু পরবর্তীতে গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম সরদারের ফেসবুক আই.ডি থেকে আরব ঢালী ও তার ছেলে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে। যা সম্প‚র্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের সালিসি আদালতে তাদের বিরুদ্ধে একটি মেয়েকে শ্লীলতাহানী ও বে- ইজ্জতি করার অভিযোগ আসে । এ অভিযোগের প্রেক্ষিতে আমি গ্রাম পুলিশের মাধ্যমে আরব ঢালীর দুই ছেলেকে তলব করি। কিন্তু আরব ঢালীর দুই ছেলে হাজির না হয়ে তিনি ও তার প‚ত্রবধু হাজির হয়। আমি উভয় পক্ষের কথা শুনে মিমাংশা করে দিই।

এসময়ে গৌরম্ভা পুলিশ ফাড়ির ইনচার্জ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু শনিবার (১৪ সেপ্টেম্বর) রামপাল প্রেসক্লাবের বহিস্কৃত সংবাদিক মোঃ সবুর রানা যিনি একসময় সুন্দরবনের বনদস্যু বলে পরিচিত ছিলো তার ফেসবুক আইডিতে দেখতে পায় আমি নাকি আরব ঢালী কে শারীরীক নির্যাতন করেছি।

এটা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম সরদার তার ভাবম‚র্টি ক্ষুন্ন করার জন্য একটি মহলকে সাথে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গৌরম্ভা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রদীপ কুমার রায়, ২নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলহাস ইজারদার, গৌরম্ভা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান সোহাগসহ ওই ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Comments