গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৭

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার অবিরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। পথে অবিরামপুর এলাকায় বাসটি দ্রুতগতিতে মালবাহী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি অবিরামপুর ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই রিকশা-ভ্যানচালকসহ অন্তত ৭ জন বাসযাত্রী আহত হয়।

আহতরা হলেন,জাহাঙ্গীর আলম (৫৫) সুন্দরগঞ্জ,মোজাফফর (১৬) গাইবান্ধা,আনছার আলী(৫৫) গাইবান্ধা,আফুজা(৩৫) গাইবান্ধা,শাহেলা(৪০) মেরিহাট,শাহাজাহান (৫০) সুলতানা পুর পলাশবাড়ী গাইবান্ধা ও রেজাউল (৩০) তুলসীঘাট।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন শর্মা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৭ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া ব্রিজের নিচে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি উদ্ধারের পর এর নিচে পড়ে কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল কর্মকর্তা ডা. শুভ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহাসড়কে অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধ করা এখন সর্বস্তরের মানুষের দাবী।

 

Comments