রামপালে তাপ বিদ্যুতকেন্দ্র সংযোগ সড়কে দূর্ঘটনায় নিহত ৩, আহত১ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯ রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে দুই ট্রাকের সংর্ঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে ৷ মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার সময় তাপবিদ্যুত কেন্দ্র সংযোগ সড়কে এ দূর্ঘটনার ঘটনা ঘটে ৷ রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) তুহিন হাওলাদার জানান, তাপবিদ্যুত কেন্দ্র সংযোগ সড়কে বটতলা নামক স্থানে একটি ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৪০১১) যান্ত্রীকত্রুটির কারনে রাস্তার পাশে রেখে ইন্জিনের কাজ করা হচ্ছিলো ৷ এসময় পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক (খুলনা মেট্রো শ-১১০১৮৩) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ইটবোঝাই ট্রাককে সাজোরে ধাক্কা দেয় ৷ এসময় ট্রাকের চালক ও হেল্পার সহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয় ও ১ জন গুরুতর আহত হয় ৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করেছে এবং নিহতদের লাশ থানায় নিয়ে আসে ৷ নিহত একজন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেন আনসারীর পু্ত্র ইয়াছিন হোসেন আনসারী (২২) ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর ২ জনের নাম পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি ৷ Comments SHARES সারাদেশ বিষয়: